আওয়ার ইসলাম: উচ্চতর ইসলামী দাওয়াহ ও গবেষণা প্রতিষ্ঠান “শায়খ আবুল হাসান আলী নদভী রহ. ইসলামিক রিসার্চ সেন্টার” কাকাবো, বিরুলিয়া, সাভার, ঢাকা’র উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মুকাবিলায় শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর কর্মপন্থা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের রূপকার শহীদে বালাকোট আমীরুল মুজাহিদীন হযরত সৈয়দ আহমদ শহীদ রহ. এর অধস্তন বংশধর ও বিংশ শতাব্দীর মুফাক্কিরে ইসলাম শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর প্রপুত্র, দারুল উলূম নদওয়াতুল উলূম লাখনৌ ভারতের উস্তাযুল হাদীস আওলাদে রাসূল সা. আল্লামা বিলাল আব্দুল হাই হাসানী নদভী।
তিনি সভায় উপস্থিত সুধী মন্ডলীর উদ্দেশ্যে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মুকাবেলায় উলামায়ে কেরামকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। সাংস্কৃতি ও সাহিত্য চর্চার মাধ্যমে আল্লামা আবুল হাসান আলী নদভী’র অসামপ্ত কাজ পূর্ণ করতে আমাদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম নদওয়াতুল উলামা, লক্ষ্ণৌর উস্তাদ, শায়খ নদভীর প্রপুত্র আওলাদে রাসূল সা. সাইয়েদ মাহমুদ হাসান হাসানী নদভী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব এর সিনিয়র সহসম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। বিশেষ আলোচক ছিলেন নদওয়াতুল উলামার উস্তায মাওলানা ইস্তেফাউল হাসান কান্ধলভী নদভী।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। তিনি দীর্ঘ একটি প্রবন্ধে শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর চিন্তাধারা ও তাঁর কর্মকৌশল চমৎকার ভাষায় তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা'র প্রিন্সিপাল ও শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর বিশিষ্ট খলীফা মাওলানা মুহাম্মদ সালমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, শায়খ নদভীর খলীফা মাওলানা জুলফিকার আলী নদভী, মওলানা শহীদুল ইসলাম নদভী, মাওলানা সুহাইল নদভী, সৈয়দ শামছুল হুদা, আব্দুর রহীম সাঈদ, এনামুল হক মুসা, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা জহির উদ্দীন বাবর, মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা রিজওয়ানুল হক রাহমানী, মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।
সেমিনারটি বাস্তবায়নে সার্বিক ভূমিকা পালন করে রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ (আরআইবি)।
সঞ্চালনায় ছিলেন মাওলানা শরাফতুল্লাহ নদভী ও মাওলানা ইবরাহীম জামিল।
মা-বোনদের নামে আলী মিয়া নদভীর খোলা চিঠি