আওয়ার ইসলাম: অপ্রতিরুদ্ধ গতিতে ফাঁস হয়েই চলেছে প্রশ্নপত্র। অনেকগুলো পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি। এবার বিষয়টির তদন্ত করতে বিচার বিভাগীয় ও প্রশাসনিক দুটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক কায়কোবাদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশাসনিক কমিটি এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ কমিটি গঠন করে দেন।
এর আগে সকালে একই বেঞ্চ এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
জানা যায়, আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয় শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, আইন সচিব, আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইংয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির সচিব-চেয়ারম্যান, বিটিসিএলপ্রধান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক-চেয়ারম্যান, ঢাকা-রাজশাহী, কুমিল্লা-যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শককে।
উল্লেখ্য, এর আগে প্রশ্নফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ, ইন্টারনেটের গতি স্লো রাখাসহ কেন্দ্রে আশপাশে মোবাইল নিষিদ্ধসহ বেশ কিছু উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু এগুলো কোনটাই কাজে দেয়নি।
প্রশ্নফাঁস; লজ্জাও আজ শরম পায়!