আবদুল্লাহ তামিম: আগামী ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উচ্চতর ইসলামী দাওয়াহ ও গবেষণা প্রতিষ্ঠান শায়খ আবুল হাসান আলী নদভী রহ. ইসলামিক রিসার্চ সেন্টার সাভার এর উদ্যোগে ‘একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মুকাবিলায় শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর কর্মপন্থা শীর্ষক সেমিনারের’ আয়োজ করা হয়েছে।
শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর কর্মপন্থা শীর্ষক এই সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,আবুল হাসান আলী নদভী রহ. এর দৌহিত্র, দারুল উলূম নদওয়াতুল উলূম লাখনৌ ভারতের হাদীস বিভাগের উস্তায আওলাদে রাসূল সা. আল্লামা সাইয়েদ বিলাল আবদুল হাই হাসানী নদভী।
দারুল উলূম নদওয়াতুল উলূম লাখনৌ ভারতের উস্তায আওলাদে রাসুল সা. সাইয়্যেদ মাহমুদ হাসান হাসানী নদভী।
প্রধান অতিথি, ইকরা বাংলাদেশের পরিচালক মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, বিশেষ অতিথি িইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর প্রফেসর ড.আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী এমপি,
সভাপতি, শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর খলীফা মাওলানা মুহাম্মাদ সালমান, প্রবন্ধকার, শায়খ আবুল হাসান আলী নদভী রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওলনা শহিদুল ইসলাম ফারুকী।
প্রধান আলোচক, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলনা উবায়েদুর রহমান খান নদভীসহ আরো বহু উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।