আওয়ার ইসলাম
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বুধবার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের বৈঠক শেষে এমনটাই জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের একজনও বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন জানিয়ে হেলালুদ্দীন বলেন, ‘সিইসি তাদের বলেছেন— এটা আদালতের বিষয়। আদালত অ্যালাও করলে ইসির কিছু করার নেই। আর আদালত অ্যালাও না করলেও ইসির কোনো ভূমিকা থাকবে না।
তবে নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
এর আগে জ্যঁ ল্যামবার্ডের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি সিইসি নূরুল হুদার সঙ্গে বৈঠকে অংশ নেয়।
বৈঠক প্রসঙ্গে হেলালুদ্দীন জানান, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা আগামী সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি তাদের জানান, রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। তবে এবার প্রার্থী একজন থাকায় তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।