শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘ভরত কি শুধু হিন্দুদের দেশ?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারত পাকিস্তান দুটি দেশেই মুসলমান ও হিন্দু রয়েছে। ভারতে সংখ্যাধিক্যের দিক দিয়ে হিন্দুরা এগিয়ে। তাই বলে কী ভারত শুধু হিন্দুদের দেশ?

সম্প্রতি বিবিসি উর্দূ একটি ভিডিও প্রতিবেদন করেছে ‘ভরত কি শুধু হিন্দুদের দেশ’ শিরোনামে।

ভিডিওটিতে শুরুতে দেখা যায়, ভারতের মসজিদে মুসলমানদের বিশাল বড় জামাতে নামাজ আদায় করার দৃশ্য। তারপরই ভারতের কিছু মুসলমানের সাক্ষাতকার নেয়া হয়।

তারা এমন মনে করে না তো যে ভারত হিন্দুদের। আর যারা মুসলমান তারা পাকিস্তান যেতে হবে। ভারত ছেড়ে দিতে হবে।

ভরতের কিছু লোক মনে করে ভারতের মুসলমানরা পাকিস্তানের প্রতি ভালোবাসা পোষণ করে।

ভিডিওটিতে দেখা যায় ভারতের একজন মুসলিম সংসদ সদস্য আসাদুদ্দীন ওয়াসি এ বিষয়ে কথা বলছে সংসদে।

তিনি বলেন, ভারতে জন্ম গ্রহণের ৭০বছর পরেও আমাকে হিন্দুরা মনে করে আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি পাকিস্তানি। আমার রাস্তা ঘাটে বের হওয়াও মুশকিল হয়ে যায় অনেক সময়।

বিবিসির সাক্ষাতকারে ওঠে এসেছে কয়েকজন ভারতি মুসলমানের বক্তব্য। যদি তাকে পাকিস্তানি বলা হয় তার কেমন লাগে।

একজন কলেজশিক্ষার্থী জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের যখন পাকিস্তানি বলে অনেক কষ্ট লাগে। আমরা ভারতে জন্মেছি। ভারতকে ভালোবাসি। ভারতীয় প্রত্যেকেরই এদেশে থাকার অধিকার আছে।

এভাবে বিবিসি কয়েকজনের সাক্ষাতকার নিয়েছে প্রত্যেকেই তাদের মনের কথা প্রকাশ করে। যখন তাদের পাকিস্তানি বলা হয় তারা কষ্ট লাগার কথাটা ব্যক্ত করেছেন।

ভারতের সংসদ সদস্য আসাদুদ্দীন ওয়াসি সংসদে দাবি করেছেন, যারা এমন কথা বলে তাদের জন্য আইন প্রনয়নের করতে হবে। আমরা এদেশের নগরিক। হিন্দুদের যেমন এদেশে শান্তিতে বসবাস করার অধিকার আছে আমাদেরও অধিকার আছে।

সূত্র: বিবিসি উর্দূ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ