আবদুল্লাহ তামিম:
কাতারে অবরোধের ফলে সঙ্কটে পড়ে মোট ৪১৮টি কোম্পানি ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
অর্থনৈতিক সঙ্কটের কারণে এই সমস্যায় ভোগছে দেশটি। শুধু মাত্র জানুয়ারি মাসেই ৪১৮ টি কোম্পানি ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কাতারের বাণিজ্যমন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এরই মধ্যে ১৪ টি কোম্পানি এমন রয়েছে যার সূচনা জানুয়ারি মাসেই হয়েছিল।
বন্ধ হওয়া কোম্পানিগুলোর মাঝে ৩৭ শতাংশ রয়েছে কন্ট্রেকটিং কোম্পানি। রয়েছে বৈদ্যুতিক ডিভাইস, সাধারণ পণ্য ও নির্মাণ কোম্পানি। প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি মাসে যে সমস্ত কোম্পানির শাখা খোলা হয়েছিল এসবের ৪১ শতাংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
জানুয়ারি মাসে আত্মপ্রকাশকারী কোম্পানিগুলোর মাঝে বিদেশি কোম্পানির সম্পৃক্ততা ছিল মাত্র এক শতাংশ।
উল্লেখ্য, বর্তমানে কাতারের অর্থনীতি কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। কারণ, দেশটিকে গত জুন মাস থেকে অবরোধ করে রেখেছে উপসাগরীয় দেশগুলো। সন্ত্রাসবাদকে সহযোগিতার অভিযোগে সৌদি আরবের নেতৃত্বে দেশটিতে অবরোধ বহাল রয়েছে। একারণেই মূলত সঙ্কট তৈরী হয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
সূত্র: আল আরাবিয়া