আওয়ার ইসলাম: নবরবি সাংস্কৃতিক ফোরামের ২০১৮-১৯ সেশনের অভিষেক অনুষ্ঠান আজ রবিবার বিকেল চারটায় ময়মনসিংহের মা'হাদ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির পরিচালক ইউসুফ বিন মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলির মধ্য থেকে উপস্থিত ছিলেন লেখক আমির ইবনে আহমদ, মুফতি মাহবুবুল্লাহ, লেখক ও শিক্ষা গবেষক মাওলানা লাবিব আবদুল্লাহ, মুফতি মুহিব্বুল্লাহ, মাখজান মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ, অনুসন্ধান পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান হুসাইনি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন সুন্দর ও সুস্থ সংস্কৃতির অভাবে একটি সমাজে নেমে আসে অন্যায় অনাচার সহ নানা অপশক্তির পাদুর্ভাব। তাই নিজেদের সংস্কৃতিকে সমুন্নত রাখতে সুস্থ সাংস্কৃতির বিকাশ ঘটিয়ে দেশ ও জাতিকে আরো উজ্জল করতে এই সংগঠনের প্রতিটি কর্মীকেই আরো ব্যাপক উদ্দোমী হয়ে কাজ করে যাবে বলে তাদের বিশ্বাস।
নবরবি এ দেশের সংস্কৃতি অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে এমনটিই আশাবাদ ব্যক্ত করেছেন আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে নবরবি ইসলামিক সাংস্কৃতিক ফোরামের ২০১৮-১৯ সালের জন্য চার স্তর বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
ইউসুফ বিন মুনিরকে প্রধান পরিচালক, ওয়ালিউল ইসলামকে পরিচালক, আমির হামজাকে সংগীত পরিচালক ও বশির ইবনে জাফরকে মিডিয়া পরিচালক করে কার্যনির্বাহী পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
এছাড়াও উপদেষ্টা প্যানেল, সূধী পরিষদ ও কেন্দ্রীয় সদস্য পরিষদ নামে আরো তিনটি স্তরের তালিকাও প্রকাশ করা হয়।
এসএস/