শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে

ভালুকায় কারখানার বাসে ধর্ষণের শিকার নারী শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকায় কর্মস্থল থেকে কারখানার বাসে করে বাসায় ফেরার পথে ১৪ বছর বয়সী এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বাস ড্রাইভার শামীম ও হেল্পার হাফিজুলকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত হাফিজুল ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে শনিবার রাতে একটি ধর্ষণ মামলা (নং ১৭) দায়ের করেছেন।

ধষির্তার পরিবার ও থানা সূত্রে জানা যায়, স্থানীয় বাদশা টেক্সটাইল মিলে ফিনিশিং সেকশনে আছিয়াা আক্তার কাজ করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে কারখানার বাসে করে সে বাসায় ফিরছিল। বাসের হেল্পার হাফিজুল কিশোরীকে নির্ধারিত স্থানে নামতে না দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় এবং তাকে বাসে আটকে রেখে ধর্ষণ করে।

পরদিন তার কর্মস্থলে গিয়ে সে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে কারখানা কর্তৃকপক্ষ ভালুকা মডেল থানাকে অবহিত করলে পুলিশ ড্রাইভার শামীম ও হেল্পার হাফিজুলকে গ্রেফতার করে।

মেয়েটির মা জানান, তার মেয়ে প্রতিদিনের মত রাতে বাসায় না ফেরায় পরদিন মেয়ের খোঁজে অফিসে গেলে অফিসের লোকজন তাকে ঘটনাটি জানায়। পরে শনিবার রাতে এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে ড্রাইভার শামীম ও হেল্পার হাফিজুলকে আসামী করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা (নম্বর-১৭) দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত হেল্পার হাফিজুল ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ