শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বর্ষায় রোহিঙ্গাদের রক্ষার প্রস্তুতি ত্রাণ সংস্থাগুলোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন বর্ষা মৌসুমের আগেই বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে রক্ষায় তাদের সহায়তার প্রস্তুতি নিয়ে হিমশিম খাচ্ছে ত্রাণ সংস্থাগুলো। ২০১৬ সালের অক্টোবরে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় বাংলাদেশে আশ্রয় নেন বিশ্বের সবচেয়ে নিপীড়িত এ জনগোষ্ঠীর প্রায় সাত লাখ মানুষ।

জীবন বাঁচাতে নিজ ভিটেমাটি ছেড়ে বাংলাদেশের শরণার্থীর জীবন বেছে নিয়েছেন ভাগ্যবিড়ম্বিত এসব মানুষ। থাকছেন কক্সবাজারের শরণার্থী শিবিরে। এসব শিবিরে নানা অপ্রতুলতা রয়েছে। নোংরা, ঘিঞ্জি পরিবেশের শরণার্থী শিবিরই এখন আবাস ভাগ্য বিড়ম্বিত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন, বর্ষা মওসুমকে সামনে রেখে তারা বাঁশ ও প্লাস্টিকের তেরপলের তৈরি ভঙ্গুর আশ্রয়কেন্দ্রগুলোতে টিকে থাকতে পারে না।

জোয়েল মিলম্যান বলেন, ‘বহু মানুষ পাহাড়ি এলাকায় নিরাপত্তাহীন ভবনে বাস করছেন… মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণি বাতাসের ঝুঁকি নিয়ে তারা এখানে বসবাস করছেন। আশ্রয়কেন্দ্রগুলো মজবুত করার জন্য তাদের জরুরি সাহায্য প্রয়োজন। ভয়াবহ ভূমিধসের আশঙ্কা এড়াতে প্রয়োজনীয় সমর্থন দেওয়া জরুরি।’

তিনি বলেন, জাতিসংঘ অভিবাসন সংস্থা একটি বড় উদ্যোগ নিতে যাচ্ছে। এর লক্ষ্য হচ্ছে ক্যাম্পে বসবাসরত এক লাখ ২০ হাজার পরিবার এবং স্থানীয় মানুষদেরকে তাদের আশ্রয়স্থলগুলো উন্নত করতে মজবুত উপকরণ সরবরাহ করা। তবে সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা সম্ভব হবে না। কিন্তু এর মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-ও লোকজনকে রক্ষার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ব্যাপক মাত্রায় অরক্ষিত ৬০ হাজার শিশুকে বন্যা ও ভূমিধসের বিপদ থেকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফি বৌলিরাক বলেন, পানি ও স্যানিটেশন অবকাঠামোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি বড় ধরনের উদ্বেগের কারণ।

ক্রিস্টোফি বৌলিরাক বলেন, ‘শিশুদের স্বাস্থ্যের ওপর পানি ও স্যানিটেশন অবকাঠামোর এই ঝুঁকির প্রত্যক্ষ প্রভাব রয়েছে। কেননা শিশুদের মধ্যে ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগের প্রবণতা বেশি।’

তিনি বলেন, ‘ক্যাম্পের কিছু অংশে শিশুদের বন্যার পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি রয়েছে।’

ক্রিস্টোফি বৌলিরাক বলেন, বর্ষা এবং ঘূর্ণিঝড়ের মৌসুমে শিশুদের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়বে। এই ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের জীবন বাঁচাতে মোবাইল মেডিক্যাল টিম স্থাপন করছে ইউনিসেফ। এর পাশাপাশি চিকিৎসা কেন্দ্রগুলোতে ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগের চিকিৎসা দেওয়া হবে।

এদিকে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য মিয়ানমার এখনও নিরাপদ নয় বলে মনে করে জাতিসংঘ। এরইমধ্যে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণে তা পিছিয়ে গেছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক রোহিঙ্গাই নিজেদের গ্রামে ফিরতে চাইলেও এখনই তারা প্রস্তুত নয়।

ইউনিসেফের উপ নির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ সম্প্রতি বলেছেন, ‘মিয়ানমার এখন রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ নয়। আমাদের মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর তাদের ফেরত পাঠাতে হবে।’ সূত্র: ভয়েস অব আমেরিকা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ