রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জনসচেতনতায় সাড়া ফেলেছেন ‘অগ্রযাত্রা’র ভিন্নরকম প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

‘অগ্রযাত্রা’ একটি শান্তি সংঘ। নিত্যনতুন ও অভিনব কার্যক্রম করে ব্যাপক সাড়া ফেলেছে।
যা গড়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদীর উত্তরবঙ্গ খ্যাত নয়াহাটি, পাড়াতলা, পরিখারপাড় ও বড়কান্দার স্থানীয় যুবকদের উদ্যোগে।

সংগঠনের সদস্যরা এলাকার রাস্তা-ঘাট, স্থানীয় বাজার ও স্কুলের বিভিন্ন গাছে লাগিয়েছে জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান, দোয়া ও নীতিবাক্য। আছে পবিত্র কুরআন-হাদীসের বিভিন্ন উদ্বৃতি।

জনসচেতনতামূলক এসব টিনপ্লেইট এখন এলাকাটির গাছে গাছে ঝুলছে৷ যা এলাকার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা তারিকুল ইসলাম বলেন, তাদের এ কার্যক্রমের জন্য দিনে অন্তত একজন মানুষও যদি মহান আল্লাহর গুণগান গেয়ে উঠেন এবং একজন মানুষও যদি সচেতন হয় তাতেই তারা সার্থক৷

আমাদের প্রতিনিধির কথা হয় এক মুরুব্বী সাথে, তিনি বলেন বিকালে হেঁটে বাজারে যাচ্ছি, রাস্তার পাশের গাছে দেখি লাগানো সুবহানাল্লাহ। দেখে খুব ভালো লাগলো, সারা রাস্তা জপতে জপতে গেলাম৷ মুরুব্বী তাদের প্রশংসা করে সংগঠনের সকলের জন্য দুয়াও করেন৷

সংগঠনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, গজারিয়া ইউনিয়নে কাজী গোলাম সারোয়ার চেয়ারম্যান হবার পর এ গ্রামে দুইটি অরাজনৈতিক সংগঠন তার উৎসাহে সৃষ্টি হয়েছে, যারা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সকলের বাহবা পাচ্ছেন৷

তাদের দেখে বিভিন্ন পাড়ায় এ ধরনের সংগঠন আরো গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

সংগঠনটি পূর্বের কমিটি ভেঙ্গে একান্ন সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম ইমরান সভাপতি, সিনিয়র সভাপতি আরাফাত জাদু, সহ-সভাপতি ফারুক আহমেদ ও সামিউল বাসির, সাধারণ সম্পাদক ইউসুফ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ফিল্টন ও আজিজুল হক, কোষাধ্যক্ষ আমির হোসেন এবং রসি মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে জানা যায়।

এক বৃদ্ধার কবিতা শুনে কাঁদলেন ওমর রা.


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ