হাওলাদার জহিরুল ইসলাম: আজ ১১ ফেব্রুয়ারি রোববার পশ্চিম ভারতের হায়দারাবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। ভারতীয় সময় বাদ মাগরিব সম্মেলন শুরু হবে বলে জানা গেছে।
এ সম্মেলনে তিন তালাক, বাবরী মসজিদ, মুসলিমদের প্রতি রাজনৈতিক জুলুম অত্যাচারের প্রতিবাদ, সামাজিক মর্যাদা রক্ষা, বৈষম্য দুূরীকরণসহ ভারতীয় মুসলিমদের যাবতীয় সমস্যা ও করণীয় সম্পর্কে শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামার মহাপরিচালক, সংগঠনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা সায়্যিদ রাবে হুসাইনি নদভী।
জমিয়তে উলামা হিন্দের সম্মানিত মহাসচিব আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী, অল ইন্ডিয়া মজলিচে ইত্তেহাদুল মুসলিমিনের সম্মানিত চেয়ারম্যান ব্যারিষ্টার আসাদুদ্দীন ওয়াইসি এবং তার ছোট ভাই সংসদ সদস্য আকবারুদ্দীন ওয়াইসি,
আল মাহাদুল আলীর সম্মানিত মোহতামিম,অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল"বোর্ডের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী, দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মহাপরিচালক মাওলানা সুফিয়ান কাসেমী, নদয়াতুল উলামার উস্তাদে হাদীস হযরত মাওলা সায়্যিদ সালমান হাসানি নদভীসহ ভারতের শীর্ষ উলামা ও মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সূত্র জানিয়েছে।