আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
মোহমেনা সোমা নামে ২৪ বছর বয়সী বাংলাদেশি এক নারী আইএস সন্দেহে অভিযুক্ত হয়েছেন। গত ১০ দিন আগে সে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল। সোমা অর্থ মোহে আইএসের প্রতি অনুপ্রাণিত হয়েছিল বলে জানা গেছে।
তার বিরুদ্ধে অভিযোগ সে সন্ত্রাসী এই গ্রুপটির প্রতি অনুপ্রাণিত হয়ে গত শুক্রবার বিকাল ৪.৩০টায় মেলবোর্ন শহরে একজনকে ঘাড়ে ছুরিকাঘাত করতে চেয়েছিল।ঘটনাটি ঘটেছে মেলবোর্ন শহরের উত্তর-পূর্ব দিকে।
এমওয়াইজিসি পুলিশ বলেছে, যখন সে ৫৬ বছর বয়সী এক লোককে ঘাড়ের কাছে ছুরি ধরেছিল তখন মোহমেনা সোমা একটি কালো বোরকা পরা অবস্থায় ছিল। ওই সময় লোকটি মিল পার্কের বাসায় তার ৫ বছরের কন্যার সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিল।
পুলিশ আরো জানিয়েছে, লোকটি একটি ভয়ঙ্কর হামলা থেকে বেঁচে গেছে। তার বিশেষ কোনো ক্ষতি হয়নি। তবে উৎকণ্ঠা কাটানোর জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মূলত প্রতিবেশীরা তার চেঁচামেচি শুনে ত্রিপল জিরো কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। মেয়েটিকে পুলিশ গ্রেফতার করেছে এবং সন্ত্রাসী সম্পৃক্ততার কারণ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে গেছে।
/কেএল