আওয়ার ইসলাম: অযোধ্যা সমস্যা মেটানো যায় একটাভাবেই। আর তা হল মসজিদ সরিয়ে দিতে হবে কাছাকাছি কোথাও। আর বিতর্কিত ভূমিতে গড়ে উঠবে রাম মন্দির। আধ্যাত্মিক গুরু ও আর্ট অফ লিভিং প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর এ কথা বললেন।
২০ তারিখ অযোধ্যা যাচ্ছেন শ্রী শ্রী। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে চলা এই অযোধ্যা মামলার আদালতের বাইরে নিষ্পত্তিই চান তিনি। এই মামলার সঙ্গে যুক্ত সকলেই তাই চায় বলে তাঁর দাবি।
বেঙ্গালুরুতে এক সৎসঙ্গে গিয়ে শ্রী শ্রী বলেছেন, ৬০ একর বিতর্কিত জমির ১ একরে যদি মসজিদ তৈরি হয়, সেই মসজিদ রক্ষায় নিযুক্ত করা হবে ৫০,০০০ পুলিশকর্মীকে। তাই মসজিদ ওই বিতর্কিত ভূখণ্ডের বাইরে কাছাকাছি কোথাও সরিয়ে দেওয়াই ভাল।
বৃহস্পতিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও সুন্নি ওয়াকফ বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এই আধ্যাত্মিক গুরু। ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার মৌলানা সৈয়দ সলমন হুসেন নাদভি তাঁর সঙ্গে সহমত পোষণ করে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের সওয়াল করেছেন, বলেছেন, তার বদলে মসজিদ নির্মাণের একখণ্ড জমি দিতে হবে।
যদিও মুসলিম পার্সোনাল ল বোর্ড পরে ঘোষণা করে, মসজিদের জমি বিক্রি, দান করা বা উপহার দেওয়া কোনওটাই করা যায় না।