আওয়ার ইসলাম:আফগানিস্তানের নানগারহার প্রদেশে দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়েছে। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ছয়জন দর্শক। গতকাল শুক্রবার প্রদেশটির বাটি কোট ও খোগইয়ানি জেলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, বাটি কোট জেলায় একটি ক্রিকেট ম্যাচের সময় বোমার বিস্ফোরণে তিনজন খেলোয়াড় নিহত হয়েছেন।
তিনি বলেন, স্থানীয় একটি প্রীতি ম্যাচের সময় চালানো ওই হামলায় দুইজন দর্শকও আহত হয়েছেন।
নানগারহার প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য জাবিউল্লাহ জেমারাই বলেছেন, দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটেছে প্রদেশের খোগইয়ানি জেলায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় চারজন দর্শক আহত হয়েছেন।
এদিকে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে প্রায়ই হামলা চালিয়ে থাকে
তালেবান ও ইসলামিক স্টেটে মতাদর্শে বিশ্বাসী গ্রুপগুলো।
/টিএ