শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

গণহত্যার দায়ে অভিযুক্ত 'ইরাকি কুর্দি' নিরাপত্তা বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণহত্যার দায়ে ইরাকি কুর্দি নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

ইসলামিক স্টেট গ্রুপের সন্দেহভাজন বন্দি সদস্যদের একের পর এক হত্যা করায় কুর্দি বাহিনীকে অভিযুক্ত করা হয়। শুক্রবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

সংস্থাটি জানায়, কুর্দি পেশমার্গা যোদ্ধারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল নগরীর ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমের সাহেল আল-মালিহা এলাকার একটি স্কুলে ইরাকি ও বিদেশি নাগরিকদের বন্দি রেখেছে। গত জুলাই মাসে মসুল নগরী থেকে আইএস জঙ্গিদের উৎখাত করা হয়।

এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক লামা ফকিহ বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে কুর্দি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএসের সন্দেহভাজন বন্দি সদস্যদের একের পর এক হত্যা করছে এমন অনেক প্রমাণ রয়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরাকি ও কেআরজি (কুর্দি আঞ্চলিক সরকার) কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে এমন গণহত্যা চালানোর অভিযোগ তদন্ত করে দেখা ও এর সাথে যারা জড়িত রয়েছে তাদের থামানো উচিত।’

বিবৃতিতে আরো বলা হয়, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে এদের হত্যা করা হয়।

এইচআরডব্লিউ’র এ প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে ইরাকি কুর্দি সরকারের কর্মকর্তা দিনদার জাবেরি এমন অভিযোগ প্রত্যাখান করেন। বাসস।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ