আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার আবুধাবিতে এক সম্মেলনে এমনটা বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
বুশ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ রয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন।
সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ট্রাম্পকে জিতিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিলেও সবশেষ ট্রাম্পই জয়ী হন। এর পেছনে রাশিয়ার হাত ছিল অভিযোগ ওঠে বিরোধী শিবিরসহ বিভিন্ন মহলে।
অভিযোগ রয়েছে, নির্বাচনের প্রচারণাকালে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করে ট্রাম্পের প্রচারণা শিবির। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও এই অভিযোগ করে আসছে। নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত করছে এফবিআই।
ইন্ডিপেনডেন্ট/এইচজে