ইমদাদুল হক নোমানী: নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের নারী সেলের দোতলার ঘরগুলোতেও ধোয়ামোছার কাজ শেষ হয়েছে। সেখানে চারটি বড় ঘর রয়েছে। এখানে আগে নারী বন্দীদের শিশুসন্তানেরা খেলাধুলা করতো। এখন সেখানে সংস্কার চলছে।
সরকারের বিভিন্ন সংস্থার লোকজন নাজিমুদ্দিন রোডে কারা কর্তৃপক্ষের ওই প্রস্তুতি দেখে গেছেন। ভেতরে পুলিশ রয়েছে।
খালেদা জিয়াকে এই কারাগারে রাখা হলে, তাঁর তত্ত্বাবধানে দু'জন ডেপুটি জেলার থাকবেন। একজন নারী ডেপুটি জেলার কারাগারের ভেতরে, আরেক পুরুষ ডেপুটি জেলার বাইরে থাকবেন। সার্বক্ষণিক একজন চিকিৎসকও থাকবেন।
ওই কারাগারের ভেতরে দায়িত্ব পালনের জন্য কয়েকজন দক্ষ ও পুরোনো কারারক্ষীকে দায়িত্ব দেওয়া হবে বলে বাছাই করা হয়েছে।
একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সমবেদনা জানাই, দলকানা বা অন্ধভক্ত হিসেবে নয়। আমি এটাই বুঝি, মানবীয় মতবাদে বিশ্বাসী সবাই মুদ্রার এপিঠ ওপিঠ।
সুতরাং আমি কারো ভক্ত বা বন্ধু নই; আবার দুশমনও নয়। তবে কালোকে কালা এবং সাদাকে সাদা বলাই পছন্দ করি। অন্যায়কে ঘৃণা করি। সত্যের জয় হোক, মিথ্যা অপসারিত হোক।