আবরার আবদুল্লাহ: ইসরাইলের কৃষিমন্ত্রী উরি এরিয়াল আল আকসা প্রাঙ্গণে ইহুদি মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন।
গত সোমবার ফিলিস্তিনিদের হাতে একজন ইসরাইলি দখলদার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নিহত ইহুদির শেষকৃত্য অনুষ্ঠানে তিনি বলেন, এ পবিত্র ভূমিতে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা এবং টেম্পল মাউন্ড নির্মাণের সময় এসেছে।
মুসলিমদের জন্য আল আকসা যেমন পবিত্র ইহুদিরাও তেমন তাতে পবিত্র স্থান মনে করে।
তাদের দাবি প্রাচীনকালে আল আকসা মসজিদের স্থানে দুটি ইহুদি মন্দির ছিলো।
ইহুদি মন্ত্রী এ সময় সরকারকে পুরো ফিলিস্তিন ভূমির উপর ইহুদি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহবান জানান।
তিনি বলেন, আমি শুধু বলতে চাই জর্ডান ও ভূমধ্য সাগরের মাঝে একমাত্র সার্বভৌম ইহুদি রাষ্ট্রই থাকবে। অখণ্ড ইহুদি রাষ্ট্রের রাজধানী হবে জেরুসালেম।
সূত্র : ডেইলি সাবাহ