আওয়ার ইসলাম: মালদ্বীপে চলমান অস্থিরতার ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে ভারতের সামরিক বাহিনী। এর আগে সেখানে চলা সঙ্কট থামাকে ভারতের হস্তক্ষেপ কামনা করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নাশিদ।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা গেছে, মালদ্বীপ চাইলে সেখানকার রাজনৈতিক সংকটে যে কোনও প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে ভারত। এজন্য সেনাবাহিনী ও নৌবাহিনীকে প্রস্তুত করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আনন্দবাজারে খবরে বলা হয়েছে, যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে মালদ্বীপ থেকে ভারতীয় পর্যটকদের ফিরিয়ে আনতে সেনার সাহায্য চাওয়া হতে পারে। মালদ্বীপের পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছে সেনারা।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হিজামার সুন্নাহ দিবস
এদিকে ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজকেও তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে তলব করা হতে পারে ওইসব যুদ্ধজাহাজ। মালদ্বীপের উপকূলবর্তী এলকায় নজরদারির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করে ভারত। ফলে ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়েছেন। তারাও দ্বীপরাষ্ট্রটির রাজনৈতিক সংকটের ওপরে নজর রাখছেন।
মালদ্বীপে ভারতের সামরিক হস্তক্ষেপের আহবান সাবেক প্রেসিডেন্ট নাশিদের