আওয়ার ইসলাম: মালদ্বীপের জরুরি অবস্থা জারি করা প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন অভিযোগ করে বলেছেন, বিচারকরা তাকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন সেজন্য দেশের গণতন্ত্র রক্ষায় জরুর অবস্থা জারি করতে হয়েছে।
আব্দুল্লাহ ইয়ামিন বলেন, প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ তাকে অবৈধভাবে অভিশংসন ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার চেষ্টা করছিলেন। কেন এমনটা করা হয়েছে তা আমরা খুঁজে বের করবো।
তিনি বলেন, আদালত সংবিধানের দেওয়া ক্ষমতা অতিক্রম করে তাকে পদক্ষেপ নিতে বাধ্য করার চেষ্টা করেছে।
মালদ্বীপে ভারতের সামরিক হস্তক্ষেপের আহবান সাবেক প্রেসিডেন্ট নাশিদের
ষড়যন্ত্রটি কতোটা গভীর ছিল আর এটার শিকড় কোন পর্যন্ত আছে তাও খুঁজে বের করতে হবে। আমাদের খুঁজে বের করতে হয়েছিল এই ষড়যন্ত্র বা অভ্যুত্থান কতোটা গভীর, বলেছেন আব্দুল্লাহ ইয়ামিন।
গতকাল সন্ধায় প্রেসিডেন্ট আব্দুল্লাহ দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। এ নিয়ে বিরোধী দলের সমালোচনা ও সাবেক প্রেসিডেন্ট নাশিদের পক্ষ থেকে ভারতের সামরিক অভ্যুত্থানের আহবান জানানোর প্রতিক্রিয়ায় মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধান বিচারপতিসহ আরেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।
এসএস/