আন্তর্জাতিক ডেস্ক
আজ ভারতের উত্তর প্রদেশের রাজ্যের কাশিগঞ্জ এলাকার একটি মসজিদের অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। উত্তর প্রদেশের পুলিশ ঘোষণা করেছে, সমাজে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টি করার জন্য এই মসজিদে হামলা চালানো হয়েছে।
মসজিদে হামলার পর এলাকার দোকান-পাট বন্ধ করে দেয়া হয়েছে এবং মসজিদের আশে পাশের এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এ হামলার ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য শোচ্যর রয়েছে।
ভারতে বিজিপি ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতে মোট ১২৫ কোটি জনগণের মধ্যে ২০ কোটি মুসলিম অধিবাসী রয়েছে।সূত্র: ইকনা