আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার নামাজ আদায়ের পর ক্যাম্পাসে ফেরার পথে হরিয়ানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুই কাশ্মীরী ছাত্রকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ বিষয়ে তদন্ত চেয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে কাশ্মীরের মহেন্দ্রগড় শহরে। নামাজ পড়ে করে ফেরার পথে ওই ছাত্রদের মারধর করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বলেছেন, এই ঘটনা কাশ্মীরীদের প্রতি যেভাবে তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তার বিরুদ্ধে যাচ্ছে।
হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, কাশ্মীরী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরিয়ানা পুলিশের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন তারা।
এবিপি
এইচজে