আওয়ার ইসলাম : এক খ্রিষ্টান দম্পতির অভিযোগের মুখে পশ্চিম জার্মানির ডর্টমন্ডের ওয়েরআরকেনসউইক শহরের একটি মসজিদে আজান নিষিদ্ধ করল আদালত। খবর ডিডব্লিউ এর।
ওই খ্রিষ্টান দম্পতি বলছে, আমার এক কিলোমিটার দূর থেকেও আজানের ধ্বনি শুনতে পাই যা আমাদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করছে।
আদালত আরো জানায়, ২০১৩ সালে তুর্কি মুসলিম সম্প্রদায়কে আজান দেয়ার যে নিয়ম বেঁধে দেয়া হয়েছিল তা ঠিকভাবে অনুসরণ করা হয় নি। যদিও মসজিদ কর্তৃপক্ষ চাইলে পুনরায় তাদের যুক্তি দেখিয়ে আবেদন করতে পারবে।
হানস জোসেন ল্যামেন ( ৬৯) গণমাধ্যমকে বলেন, এই ধরণের শব্দ আমাদের জন্য বিরক্তিকর। একজন খ্রিষ্টান হিসেবে আমরা এটি মানতে পারি না। আদালতে তাদের আইনজীবি বলেন, ‘আযানের শব্দকে চার্চের ঘণ্টার সঙ্গে তুলনা করা যায় না। ঘণ্টা স্বল্প সময়ের জন্য প্রতিধ্বনিত হয়। কিন্তু আযানে দুই মিনিটের জন্য প্রার্থনা করার আহ্বান করা হয়।’
অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষ হুসাইন তারগাত বলেন, ‘আমাদের সাথে অনেক জার্মান প্রতিবেশি আছে। ১০ মিটার দুরুত্বে যারা থাকে তাদের কাছ থেকেও আমরা কখনো কোন অভিযোগ শুনিনি।’ প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সিরিয়া, ইরাকসহ অন্যান্য মুসলিম দেশগুলো থেকে জার্মানিতে শরণার্থী আসার পর থেকে দেশটিতে ইসলাম-বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করে।