আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্টের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সৌদি আরবকে অপসারণের জন্য ব্রিটেনের আইনজীবীরা আহ্বান জানিয়ে বলেছেন যে, রাজস্ব কোনও অভিযোগ ছাড়াই রাজনৈতিক নেতা, বিভিন্ন কর্মী, ব্যবসায়ীদের আটক করছে সৌদি।
বুধবার লন্ডনে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটেনের আইনজীবী রডনি ডিক্সন কিউসি ও লর্ড কেনেথ ডোনাল্ড জন ম্যাকডোনাল্ড আল জাজিরাকে বলেন, সৌদি আরব ৬০ জনকে গত বছরের সেপ্টেম্বরে আটক করেছিলো, যাদের মধ্যে বেশিরভাগই মানবাধিকার রক্ষাকর্মী বা রাজনৈতিক কর্মী বলে মনে করা হয়। তাই আমরা জাতিসংঘকে আহ্বান করছি মানবাধিকার কাউন্সিল থেকে সৌদি আরবকে স্থগিত রাখার জন্য জেনারেল অ্যাসেম্বলি দ্বারা পদক্ষেপ গ্রহণ করা উচিত ।
ব্রিটেনের আইনজীবীরা মনে করে যে, এই অপসারণই সৌদি সরকারকে ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা করতে পারে বা তারা সংজত হতে পারে বলে আশা করি আমরা।
সৌদি আরবের ‘শোরডেড’ শিরোনামে সেপ্টেম্বর ২০১৭ সালে গণ গ্রেফতারের পর সৌদি আরব মানবাধিকার আশঙ্কাজনক পরিস্থিতিতে উপনীত হয়েছিলো। বন্দীদের আত্মীয়রা এই বিষয়ে রিপোর্টও করেছিলো মানবাধিকার কর্তৃপক্ষের কাছে। সূত্র : আল-জাজিরা