আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নারী মুসলিম বিমান কর্মীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করেছে দেশটির প্রাদেশিক সরকার।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বসবাস করে।রাষ্ট্রীয়ভাবে দেশটির আচেহ প্রদেশে ইসলামি শরিয়াহ আইন পালন করা হয়। প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ইন্দোনেশিয়ার সব বিমান সংস্থাকে তাদের ফ্লাইটগুলিতে মুসলিম ধর্মাবলম্বী মহিলা কর্মীদের হিজাব পরতে হবে।
এর আগেও প্রদেশটিতে সাধারণ মহিলাদের জন্য শরিয়তি হিজাব তথা পর্দাপ্রথা পালন করা বাধ্যতামূলক করা হয়। এ ছাড়াও ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের মহিলাদের পোশাকের জন্যও আলাদা নিয়ম জারি করা হয়৷
সেই নির্দেশিকায় বলা হয় প্রকাশ্যে পূর্ণ শালীনতা বজায় রাখতে হবে। তবে বিমানকর্মীদের হিজাব বাধ্যতামূলক করা বিরল দৃষ্টান্ত।
উল্লেখ্য, আচেহ প্রদেশে দীর্ঘদিন যাবৎ স্বায়ত্ত শাসনের আন্দোলন চলছিল। পরবর্তী কালে ২০০১ সালে স্বায়ত্ত শাসন লাভ করে এই প্রদেশ৷
এসএস/