আওয়ার ইসলাম : সাবেক প্রেসিডেন্ট প্রার্থীসহ মিশরের বিরোধীদলগুলি আগামী মাসে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
সংবাদ মাধ্যম আন্দুলুর এজেন্সির জানিয়েছে, ২০১২ সালের নির্বাচনের প্রার্থী আবদেল মোনায়িম আবুল ফাতুহ এবং ২০১৮ সালের নির্বাচন থেকে সরে আসা আরেক প্রার্থী মোহাম্মদ আনওয়ার সাদাত রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে দাবী করেন, এ নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।
এক বিবৃতিতে তারা জানান, নির্বাচন বর্জন করার জন্য আমরা জনগণের প্রতি আহবান করছি। নির্বাচনের ফলাফল কীভাবে নির্ধারণ করা হয় সেটি আমরা স্মরণ করিয়ে দিতে চাই না।
আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক সেনা প্রধান জেনারেল সামি আনানের পক্ষে তার দুই প্রচারণা সহযোগী এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
প্রসঙ্গত, আগামী মার্চের ২৬-২৮ তারিখ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতেহ আল-সিসি। ২০১৪ সালের এক নির্বাচনে তিনি দেশটির ক্ষমতা গ্রহণ করেন। এর আগে ২০১৩ সালে দেশটির প্রধান গণতান্ত্রিক সরকার মুরসিকে ক্ষমতাচ্যুত করতে ইন্ধন যোগান সিসি। তিনি মুরসি সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।