আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার একটি থানায় বোমা হামলায় অন্তত ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।
রোববার সকালে পুলিশ কর্মকর্তারা দিনের অ্যাসাইনমেন্ট জানতে থানায় হাজির হয়েছিলেন। ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়।
ব্যারানকিলার থানায় চালানো এ হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, মাদকপাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হতে পারে।
হামলাকারীদের সম্পর্কে তথ্য জানাতে পারলে ৫০ মিলিয়ন পেসোস (১২ হাজার ৭০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রিমোটের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।
কলম্বিয়ান পত্রিকা এল তিয়েম্পোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছে রেডিও ইকুইপমেন্ট পাওয়া গেছে।
হামলা ও এর পরিকল্পনায় আরও কয়েকজন জড়িত ছিলেন বলে বিশ্বাস করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের কারও জীবনহানির শঙ্কা নেই তবে গুরুতর আহত হয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা হাসপাতলে চিকিৎসাধীন।
প্রেসিডেন্ট জ্যঁ ম্যানুয়েল সান্তোস এ হামলাকে কাপুরোষিচ আখ্যা দিয়ে হামলকারীদের গ্রেফতারের আগে কর্তৃপক্ষ থামবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসএস/