শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন

 বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্বের প্রথম হিজাব পরা নারী মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ: লরিয়েল প্যারিসের বিজ্ঞাপন করবেন না বিশ্বের প্রথম হিজাব পরা নারী মডেল আমেনা খান। ইসরায়েলের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ জানায়, ব্রিটিশ বংশোভূত এই মডেল ২০১৪ সালে ইসরায়েল বিরোধী কিছু টুইটের জেরে বিজ্ঞাপন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি লরিয়েল শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য গত সপ্তাহে তাকে নির্বাচন করে। এ বিজ্ঞাপনে তাকে হিজাব পরে দেখা যেতো। আর এক্ষেত্রে তিনি হতেন হিজাব পরা প্রথম নারী মডেল।

তিনি একটি টুইট বার্তায় বলেন, ‘আমি ২০১৪ সালের ইসরায়েল বিরোধী কিছু টুইটের জন্যে গভীরভাবে অনুতপ্ত এবং আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেক দুঃখের সাথে আমি এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ আমাকে নিয়ে বর্তমান আলোচনা এর উদ্দেশ্যকে খর্ব করবে।’

এদিকে লরিয়েল প্যারিসের পক্ষ থেকে একটি টুইটে তারা বলে, আমেনা খানের সরে আসাকে মেনে তারা মেনে নিয়েছে। সমালোচনার জেরে সরে আসার সিদ্ধান্তের প্রশংসাও করেছে তারা ।

উল্লেখ্য, ২০১৪ সালের সেই টুইটগুলো আমেনা খান মুছে ফেলেছিলেন। তবে তার আগেই ডেইলি মেইল এই টুইটগুলোর স্ক্রিনশট নিয়ে রাখে। এতে বলা হয়েছিল, ‘ইসরায়েল হচ্ছে মিশরের ফেরাউনের মত। দুই পক্ষই শিশু হত্যা করে থাকে। ইনশাল্লাহ, দ্বিতীয় পক্ষও পরাজিত হবে। তবে তা শুধুমাত্র সময়ের ব্যাপার।’ আরও কিছু টুইটে তিনি ইসরায়েলকে ‘অশুভ’ এবং ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ