আওয়ার ইসলাম: ইসরাইলে ভ্রমণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ফিলিস্তিনে ভ্রমণ করবেন বলে জানা গেছে। খবর এনডটিভির
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। এর আগে, গত বছরই ইসরাইল সফরে গিয়েছিলেন তিনি।
ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদিই প্রথম যিনি ফিলিস্তিনে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরাইল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদী।
তবে জেরুসালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুসালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরাইলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহু’র সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদী, এমন মতামতই বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, গেল সপ্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু ভারত সফর করেন।