আওয়ার ইসলাম: আমেরিকা আবারো পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেছে, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ইসলামাবাদকে আরো অনেক বেশি কিছু করতে হবে। একইসঙ্গে মার্কিন অর্থ মন্ত্রণালয় তালেবানের ছয় নেতাকে কালো তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় এই ছয় নেতার মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তহবিল সংগ্রহ ও তা লেনদেনের অভিযোগ তুলেছে এবং একজন হচ্ছে তালেবানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডার। নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তির সঙ্গে আমেরিকার কোনো কোম্পানি ব্যবসা করতে পারবে না।
এসব ব্যক্তি মার্কিন ও ন্যাটো জোটের সেনাদের ওপর হামলার সঙ্গে জড়িত এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থের যোগান দিচ্ছে বলে জানিয়েছে আমেরিকা। এছাড়া, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের এসব নেতা লোকজন আটক করে পণবন্দী আদায় করে এবং মূল্যবান পাথর চোরাচালান করে থাকে।
এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, “তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের নিরাপদ আশ্রয় নস্যাতের জন্য পাকিস্তান সরকারকে অবশ্যই আমেরিকার সঙ্গে কাজ করতে হবে এবং তাদের তহবিল সংগ্রহের বিষয়টিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে।” পার্সটুডে