আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
ইসরাইলের বেসরকারি বিমান পরিবহনের ৩ পাইলট সে দেশের সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অস্বীকার করেছে। তারা বলেছে, তারা ইসরাইল সরকারের বর্বরতার অংশিদার হবে না।
এসব পাইলটদের আফ্রিকান শরনার্থীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিলো।
বিদ্রোহী পাইলট সাওল বিতজার তার ফেসবুক ও টুইটার একাউন্ডে প্রকাশিত বার্তায় বলেছে, একজন বিমান ক্রু মেম্বার হিসেবে আমার পক্ষে সম্ভব নয় বৈধভাবে যারা ইসরাইলে আশ্রয় চেয়েছে তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়া। অথচ তাদের হার প্রায় শূন্যভাগ।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে এবং একজন পাইলট হিসেবে আমি আমাকে যা করতে বলা হচ্ছে তা করতে আমি সক্ষম নয়।
অন্য পাইলট ইদ্দো ইলাদ বলেছেন, আমি এই বর্বরতার অংশ হতে পারি না।
কয়েক সপ্তাহ আগে ইসরাইল সরকার তিন মাসের মধ্যে েইসরাইলে আশ্রয়গ্রহণকারী ও আশ্রয়প্রার্থী শরণার্থীদের দেশ থেকে বের করে দেয়ার ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে এসব পাইলটদের আফ্রিকানদের নিজ দেশে ফেরত নিয়ে যেতে বলে।
সূত্র : মিডল ইস্ট মনিটর