আওয়ার ইসলাম : পৃথিবীতে আআল্লাহ তাআলা মানুষের জন্য অসংখ্য নেয়ামত দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা উত্তম আকৃতি দিয়েছেন এটাই সর্বশ্রেষ্ঠ নেয়ামতের অন্যতম।
এজন্য আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্যই আল্লাহর ইবাদাত করা তার আনুগত্য স্বীকার করা সকলের কর্তব্য।
ডামুড্যা উপজেলার মধ্যচরভয়রা বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সামসুল আলম মুহিব্বী।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসুলের সা. আনুগত্য করতে হবে। এজন্য রাসুলের সা. আনুগত্যের পাশাপাশি বেশে বেশি তাঁর উপর দুরুদ পড়তে হবে।
তিনি বলেন, রাসুল সা. এর দুরুদ পড়া নিয়ে ঝগড়া ফাসাদ করা যাবে না। দাড়িয়ে, বসে, শুয়ে যখন যেভাবে সম্ভব সেভাবেই পড়তে হবে, পড়া যাবে।
দাড়িয়েই পড়তে হবে কিংবা শুধুমাত্র বসেই পড়তে হবে এরকম বলা যাবে না। বরং সর্বাবস্থায় পড়া যাবে।
মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢালকানগর হযরতওলার খলিফা কেরানিগঞ্জ জিঞ্জিরা বন্দর নগর জামে মসজিদের খতিব ওলানা মুফতি ইহতেশামুল হক।
এতে আরো বক্তব্য রাখেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর সহ সম্পাদক তরুণ লেখক ও সাংবাদিক কবি শাহনূর শাহীন।
প্রধান অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসাইন মাঝী, বিশেষ অতিথি ছিলেন পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার।
সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি এসএম সিরাজুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এসএম সাইফুল ইসলাম সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন, এসএম সুমন, শাহজালাল সরদার, বাইতুল আমিন সরদার, আজিজুল ইসলাম প্রমুখ।
এসএস/