আওয়ার ইসলাম: ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৪ পুলিশ নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুইজন কর্মকর্তা ও দুই কনস্টেবল নিহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে ছত্তিসগড়ের নারায়ণপুরা জেলায় এক জঙ্গল এলাকায় নকশালদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে।
গণমাধ্যমের একটি সূত্র বলছে, মাওবাদীরা সংঘর্ষস্থলে ইমপ্রোভাইসড ডিভাইসড বিস্ফোরণসহ ব্যাপক গুলিবর্ষণ করলে পুলিশ সদস্যরা গুরুতরভাবে আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে রওয়ানা হয়। আহতদের হেলিকপ্টারের সাহায্যে চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। আহত ৭ পুলিশের হাত, পা এবং কোমরে গুলি লেগেছে।
নকশালবিরোধী অভিযান সংক্রান্ত রাজ্য পুলিশের মহানির্দেশকের দাবি ওই সংঘর্ষে বেশকিছু মাওবাদী হতাহত হয়েছে। তাদের সঙ্গীরা নিহতদের লাশ নিয়ে গেছে।
মাওবাদী ও পুলিশের বিশেষ বাহিনীর মধ্যে সংঘর্ষে হতাহতের খবর পেয়ে আইজি ও ডিআইজিসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন। ছত্তিসগড়ে বিগত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
গতবছর এপ্রিল-মে’র পর থেকে পুলিশের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আজকের ঘটনা পুলিশের জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করা হচ্ছে।
এইচজে