মাওলানা মামুনুল হক
লেখক ও মুহাদ্দিস
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনে বন্ধু আমাকে ডক্টর অভিধায় অভিহিত করছেন ৷ গত ১০ ডিসেম্বর'১৭ আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয় ৷ এই সমাবর্তনে আমি এমএসএস (অর্থনীতি) অর্থাৎ মাস্টার্সের সনদ লাভ করি৷
কে বা কারা আমার সমাবর্তনে যোগদানের প্রাতিষ্ঠানিক রীতির আলোকে গাউন পরিহিত ছবি প্রচার করেন৷ আর অনেকে এই ছবিকে ডক্টরেট খেতাবের প্রমাণ মনে করে আরো একধাপ এগিয়ে গেছেন৷ এখন তারা আমার নামের শুরুতে ড. জুড়ে দিচ্ছেন৷ এটা নিতান্তই তাদের ভুল ধারণা৷
কিছু বিশেষ কারণে আমি এশিয়ান ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতাও করি৷ আমি সেখানকার পার্টটাইম লেকচারার বা খণ্ডকালীন প্রভাষক৷ অনেকে প্রফেসর বা অধ্যাপক হিসাবে আমাকে প্রচার করেন৷ এটাও মস্তবড় একটা ভুল৷
আমাদের কওমি শিক্ষাব্যবস্থার কারি সাহেব, হাফেজ সাহেব, মুদাররিস, মুহাদ্দিস, শায়খুল হাদিস পরিভাষাগুলোতে যেমন তফাৎ আছে সাধারণ শিক্ষাব্যাস্থায়ও রয়েছে৷ বিষয়গুলো তালগোল পাকিয়ে ফেললে অনেক সময় বিব্রতকর পরিবেশ তৈরি হয়৷
আমরা সাধারণ মানুষের সামনে হাস্যকর বা খেলো হয়ে যাই৷ সকলের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রইল!
বাংলাদেশের ৬ ভাই : যে বাগানে ফুটেছে জোড়া ফুল