আওয়ার ইসলাম : লিবিয়ার পুর্বাঞ্চলের শহর বেনগাজিতে পরপর দুটি গাড়িবোমা হামলার ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ সংবাদমাধ্যম রয়টার্সকে জানায়, হতাহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর লোকও আছে। তারা আরও জানায়, এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে নানা রকম সংঘর্ষে এই শহরটি জর্জরিত। লিবিয়ান ন্যাশনাল পার্টির প্রধান খলিফা হাফতার ও তার অনুসারিরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে এই সংঘর্ষ অব্যাহত রেখেছে।
সূত্র: রয়টার্স