শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ভারতে ট্রেনে বাংলাদেশি নারী লাঞ্চনার ঘটনায় বিএসএফ জাওয়ান বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস: ভারতে চলন্ত ট্রেন মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারী লাঞ্চনার ঘটনায় অভিুক্ত বিএসএফ জাওয়ান বহিস্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশে আসার পথে পশ্চিমবঙ্গের দমদম থেকে বারাকপুরের মাঝে ট্রেনের শৌচালয়ে গেলে শ্লীলতাহানি করেন ভিরান্না ভাবি নামের ওই বিএসএফ কনস্টেবল।

সূত্রের খবর, সোমবারের ওই ঘটনার পরে রেলের তরফে বিষয়টি বিএসএফকে জানানো হয়। তার ভিত্তিতেই শুরু হয় বিভাগীয় তদন্ত। জানা যায়, সোমবার মৈত্রী এক্সপ্রেসের যে কামরায় ঘটনাটি ঘটেছে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভিরান্ন ভাবি নামের ওই কনস্টেবল।

শ্লীলতাহানির ঘটনাতেও ওই জওয়ানের যুক্ত থাকার কথা জানা যায়। তারপরেই বিএসএফের ৯৯ ব্যাটেলিয়নে কর্মরত ওই কনস্টেবলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই এই ঘটনায় দমদম জিআরপি থানায় দায়ের হয়েছে শ্লীলতাহানির অভিযোগ। ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারায় মামলাও রুজু হয়েছে। জোরকদমে তদন্ত শুরু করেছে জিআরপি। রেলের কাছ থেকে মৈত্রী এক্সপ্রেসের সেদিনের প্যাসেঞ্জার লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শী ছিল কিনা খোঁজ শুরু হয়েছে।

এদিকে বিএসএফের তরফে ওই কনস্টেবলকে সাসপেন্ড করায় এবার তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জিআরপি সূত্রে জানা গিয়েছে।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ