আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
মুম্বাই হামলার সন্দেহভাজন আসামী হাফিজ সাঈদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নিয়েছে তা খতিয়ে দেখতে ইসলামাবাদ যাচ্ছে আন্তর্জাতিক প্রতিনিধি দল। আগামী বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিনিধি দল দু’দিনের সফরে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে।
হাফিজ সাঈদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এর জন্য পাকিস্তানের ওপর চাপ আসছে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে। এই অবস্থায় পাকিস্তানের ওপর আরও চাপ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের এক প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, ‘জাতিসংঘের ১২৬৭ নজরদারি কমিটি পাকিস্তানে ২৫ এবং ২৬ জানুয়ারি পাকিস্তান থাকবেন।’ তবে তাঁদের পাকিস্তান যাওয়াটাকে ‘নিয়মতান্ত্রিক রুটিন’ বলেই দাবি করেছেন ওই কর্মকর্তা।
হাফিজের বিরুদ্ধে পাকিস্তান যাতে ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে আসছে ভারত। আর সন্ত্রাস নিয়ে ইসলামাবাদকে কঠোর ভূমিকায় দেখতে চাচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি জানিয়েছেন, সাঈদের বিরুদ্ধে কোনও মামলা নেই। এ প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে, আইন করে হাফিজ সাঈদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। সূত্র: আজকাল