আওয়ার ইসলাম: ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষামন্ত্রী সত্যপাল সিংহ বলেছেন, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ভুল।বৈজ্ঞানিকভাবেও এর কোনো ভিত্তি নাই।
সত্যপাল সিং, পাঠ্য বই থেকে ডাউইনের বিবর্তন তত্ত্ব তুলে দেয়ারও দাবি জানান।
রোববার মহারাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে এমন দাবি করেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষামন্ত্রী সত্যপাল সিং।
সত্যপাল বলেন, ‘মানুষের বিবর্তন নিয়ে ডারউইনের দেয়া তথ্য ভুল। বানর থেকে নয়, মানুষ বরং প্রথম থেকেই পৃথিবীতে মানুষ হিসাবে আবির্ভূত হয়েছিলো।’
সত্যপালের দাবি, ‘আমাদের পূর্বপুরুষরা কখনো বলেননি বা লিখে যাননি যে বানর থেকে মানুষে পরিবর্তন হতে দেখেছেন তারা।
শুধু তাই নয়, কোনো বই বা আমাদের ঠাকুরদাদের মুখে শোনা গল্পেও এমন কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি’। খবর-এনডিটিভি।
এসএস/