মুজাহিদুল ইসলাম: কুর্দি ডেমোক্রেট পার্টির প্রধান সালেহ মুসলিম বেশ কিছু টুইট বার্তায় কুর্দি মিলিশিয়াদের হতাশার অবস্থা তুলে ধরেন।
সালেহ মুসলিম বলেন, কোন শর্ত ছাড়াই তুর্কি সরকারের সাথে আলোচনায় তার দল প্রস্তুত রয়েছে। সাথে সাথে আঙ্কারাকে ‘যায়তুনডাল’ সামরিক অপারেশন বন্ধের আহবান জানাচ্ছে।
সলেহ মুসলিম বলেন, আমেরিকা তাদের কোন যোগাযোগের সাড়া দিচ্ছে না। তুরস্কের সাথে কোন শর্ত ছাড়াই আমরা আলোচনা করতে চাই। তারা আমাদের বৃষ্টিবোমা ফেলছে। আমেরিকা আমাদের সাথে যোগাযোগের সাড়া দিচ্ছে না। কার সাথে আমরা আলোচনা করবো?
সালেহ আরো বলেন, তুরস্কের জ্ঞানীগুণী ব্যক্তিদের যুদ্ধ বন্ধে উৎসাহ দেওয়ার আহবান জানাচ্ছি। যদি এই যুদ্ধ না থামে, তবে আফরিন বেসামরিক ব্যক্তিদের গোরস্থানে পরিণত হবে।
তিনি আরো বলেন, রাশিয়া আমাদের বিক্রি করে দিয়েছে। আসাদ বিক্রি করে দিয়েছে। এখন তুর্কি সেনাবাহিনী আমাদের উপর বোমাবর্ষণ করছে। সকল জনগণের কাছে চাই, তারা আমাদের সমর্থন জানাক।
সূত্র: সিরিয়ান মিরর