মুহাম্মাদ শোয়াইব
কুলশিত হৃদয়ের অধিকারী দায়েশ কর্তৃক যেসকল মাযার ধ্বংস হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, তালায়াফারে সাদ ইবনে আকিলের মাযার, মাযার, ইমাম সাজ্জাদ (আ.)এর কন্যার যায়নাব সুগরার মাযার, শাঙ্গালে জাকির আল দীন আরুজির মাযার, ইমাম আলী (আ.)এর সন্তানদের মাযার এবং আম্বিয়া, আওলিয়া ও সালেহিনদের মাজার।
দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা মসুল শহর দখল করার পর এই শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী অনেক নিদর্শন ধ্বংস করেছে। ইরাক দায়েশ মুক্ত হওয়ার পর সেদেশের শিয়া ওয়াকফ দিওয়ান ধ্বংসপ্রাপ্ত মাযারগুলো সংস্কার করার দায়িত্ব গ্রহণ করেছে।
দাউশ সিন্ধুরের 85% ধ্বংস করে এবং আব্বাসীয় মিনেভারকে উড়িয়ে দেয় এবং ইয়াজিদিদের স্থানগুলি সরিয়ে দেয়। সূত্র: ইকনা