শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রক্তের দাগ লাগবে বলে আহতদের গাড়িতে নিলো না পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিলেন দুজন। রাস্তার বেশ কয়েকটি গাড়ি থামানো হলেও কেউ তাদেরকে হাসপাতালে পৌঁছে দিতে রাজি হননি। ইতোমধ্যে একজন পুলিশকে ফোন করেন।

ঘটনাস্থলে পুলিশের প্যাট্রোলিং গাড়ি পৌঁছালেও রক্তের দাগ লাগবে বলে আহতদেরকে হাসপাতালে পৌঁছে দিতে অস্বীকৃতি জানায় তারা। আহতদের হাসপাতালে পৌঁছে নেওয়ার পর গাড়ি ধুয়ে দেওয়া হবে- এই কথা বলা হলেও রাজি হয়নি তারা। ইতোমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন আহতরা।

জনগণের জানমালের রক্ষকদের এমন অমানবিক হবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন একজন। মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বলা হচ্ছে, আহত ব্যক্তিদের কেউ হাসপাতালে নিয়ে গেলে, তাকে পুলিশের হয়রানির শিকার হতে হয়। কিন্তু সেই পুলিশই রাস্তায় পড়ে থাকা আহত দুজনকে নিয়ে যা করল, তাতে রক্ষক হিসাবে তাদের অমানবিক আচরণের বহির্প্রকাশই ঘটেছে।

এই ঘটনায় সাহারানপুর সিটি পুলিশের প্রধান প্রবালপ্রতাপ সিংহ বলেন, আমাদের তিনকর্মীর বিরুদ্ধে আহতদের হাসপাতালে না নিয়ে যাবার অভিযোগ উঠেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিযোগ সত্যি।

উত্তরপ্রদেশ পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিজি আনন্দকুমার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন উদাসীনতা, অমানবিক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রাস্তায় কোনো ঘটনা ঘটলে পুলিশের প্যাট্রোলিং গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে যেন ব্যবস্থা নিতে পারে, সেজন্যই ২০১৬ সালে ডায়াল ১০০ প্রজেক্ট চালু করে উত্তরপ্রদেশ সরকার। আরটিভি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ