আওয়ার ইসলাম
ডেস্ক
মুম্বাই হামলার সন্দেহভাজন অভিযুক্ত আসামী পাকিস্তানের জামায়াতুল দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে নিয়ে পাক-প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নয়ের্ত পাক প্রধান মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘ওয়াশিংটন বিশ্বাস করে যে হাফিজ সাঈদ সন্ত্রাসী। আইনের আওতায় তার শাস্তি হওয়া প্রয়োজন। এ ব্যাপারে পাকিস্তানকে সতর্কও করা হয়েছে।’
গত সপ্তাহের মঙ্গলবার পাকিস্তানের জিও টিভির এক অনুষ্ঠানে হাফিজ সঈদকে ‘সাহিব’ সম্বোধন করে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, হাফিজ সাহিবের বিরুদ্ধে কোনও মামলা নেই। মামলা থাকলেই তবেই তো ব্যবস্থা নেওয়া হবে। যখন কারও বিরুদ্ধে কোনও মামলা নেই, তখন নির্দিষ্ট সেই ব্যক্তির বিরুদ্ধে কী করে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব?
এ বক্তব্যের জবাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিথার নয়ের্ত বলেন, ‘আমরা বিশ্বাস করি পূর্ণ আইন প্রয়োগ করে হাফিজ সঈদের শাস্তি হওয়া উচিৎ। জঙ্গিগোষ্ঠী হিসেবে চিহ্নিত লস্কর-ই-তইবার সঙ্গে যোগ রয়েছে তার। পাকিস্তানের সরকারকে একথা স্পষ্টভাবে জানানো হয়েছে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, সন্ত্রাসবাদীদের দমন না করলে পাকিস্তানকে আর্থিক সাহায্য করা হবে না। এরপর বেশ কিছু জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তার মধ্যে হাফিজ সাঈদের সংগঠন জামাত-উদ-দাওয়াও ছিল। কিন্তু এরপরই মানহানির মামলা করেন হাফিজ সাঈদ। সূত্র: হামারি ওয়েব