আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মুগদায় অবস্থিত জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ২২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক মাহফিল।
মাহফিলে মাদরাসার প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর ঢাকা’র মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতিব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-এর প্রেসিডেন্ট, সাবের হোসেন চৌধুরী এমপি। উদ্বোধন করবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদিরচৌধুরী এমপি।
মাহফিলে আলোচনা করবেন দেশের জামিয়া দারুল উলুম বনশ্রী রামপুরা’র মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, চিন্তক আলেম, গবেষক, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী ও আল্লামা হাম্মাদুল্লাহ রহমানী।
এছাড়াও আরো উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল গনি, মাওলানা আব্দুর রহমান, মাওলানা তোফাজ্জল হোসাইন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক জিলানী, মাওলানা মিজানুর রহমান, মুফতি আবদুল কাইয়ূম প্রমুখ।
প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা শুরু থেকেই মানুষের ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপর্ণ ভূমিকা রাখছে।
বছরের বিভিন্ন সময় ফিকহী সেমিনার মাহফিলসহ বিভিন্ন ইলমি ও দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমাদের মাদরাসা। বরাবরের মতো এবারো আমরা বার্ষিক এই মাহফিলের আয়োজন করেছি।
মাহফিল পরিচালনা করবেন মাদরাসা শিক্ষা সচিব মুফতি আরাফাত হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম।
ভাঙছে বিভেদ; ইজতেমায় মুফতি ফয়জুল করীম