শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

হাফিজ সাঈদের বিরুদ্ধে কোন মামলা নেই : পাক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর (২৬/১১ হামলা) ভয়াবহ হামলার সন্দেহভাজন  পরিকল্পনাকারী হাফিজ সাইদকে ‘সাহেব’ (স্যার) বলে সম্ভাষণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি।

হাফিজ সাইদকে এই আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী আব্বাসি গত মঙ্গলবার বলেন, তাঁর বিরুদ্ধে পাকিস্তানে কোনো মামলা নেই। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াও যাবে না। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাসী এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া সম্ভব, যখন তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে।

জামায়াত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ সম্প্রতি লাহোর হাইকোর্টের দেওয়া এক আদেশে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান।

আব্বাসি তাঁর দেশের পররাষ্ট্রমন্ত্রীর সামরিক হামলার হুমকি নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর সম্ভাবনা নাকচ করে বলেন, তিনি মনে করেন না যে এ রকম কিছু ঘটতে পারে। তাঁরা সব সময়ই বলে আসছেন, ভারতের সঙ্গে আলোচনার দুয়ার খোলা আছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের সাম্প্রতিকতম টানাপোড়েন নিয়েও কথা বলেছেন খাকান আব্বাসি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে এখনো আমাদের আলোচনা চলছে।’ এ বছর নববর্ষের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে দুদেশের মধ্যকার উত্তেজনার পারদ বেড়ে যায়।

টুইট বার্তায় ট্রাম্প শতকোটি ডলার মার্কিন সহায়তার বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে ‘মিথ্যাচার ও প্রবঞ্চনা’ পাওয়ার অভিযোগ তুলে দেশটির সমালোচনা করেন। সম্পর্কের এমন টানাপোড়েনের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা চলার ওই কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। অবশ্য তিনি হুঁশিয়ার করে বলেন, তাঁর দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে, এমন কোনো কাজ করা কারও উচিত হবে না। সূত্র : প্রথম আলো


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ