আওয়ার ইসলাম : ১৯ জানুয়ারি বায়তুল মুকাররম পূর্ব গেট চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ১৮তম কেন্দ্রীয় সম্মেলন। শুরু হবে সকাল ৮ থেকে।
সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম দারুল মারিফের সহকারি পরিচালক ড. জসিম উদ্দিন নদভী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম।
ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্মন্ন হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে এস উপস্থিত হয়েছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জিএম রুহুল আমিন।
তিনি জানান, অনিবার্য কারণবশত গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনের পরিবর্তে বায়তুল মুকাররম পূর্ব গেট চত্ত্বরে সকাল ৮ টা থেকে শুরু হবে।
জিএম রুহুল আমিন বলেন, এবারের সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মী ও দেশের সকল স্কুল-কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কল্যাণে ১৩ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
‘কোনো ব্যক্তির জন্য তাবলিগ করিনি, ব্যক্তির জন্য ছাড়বোও না’