আওয়ার ইসলাম:আজ মঙ্গলবার ১৬ জানুয়ারি দুপুরে শিক্ষামন্ত্রীর আশ্বাসে অনশন ভেঙেছেন ইবতেদায়ি শিক্ষকরা। দুপুরে শিক্ষামন্ত্রীর আশ্বাসের বার্তা শিক্ষকদের মাঝে পৌঁছে দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘গত রবিবার ১৪ জানুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের আলোচনায় কোনও সুরাহা না হওয়ায় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনই অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের তথ্য-উপাত্ত অর্থ মন্ত্রণালয়কে দিতে বলেন। সে হিসেবে শিক্ষামন্ত্রী তাদের দাবি পূরণের আশ্বাস দেন।’
শিক্ষামন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন ইবতেদায়ি শিক্ষকরাকারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর জানান, শিক্ষকদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আমার অনুরোধ, আপনারা (শিক্ষকরা) শীতে রাস্তায় কষ্ট না করে বাড়ি ফিরে যান। এবং নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে নিজ দায়িত্বে কাজ করুন। মন্ত্রণালয়ও নিজ দায়িত্বে আপনাদের দাবি পূরণে চেষ্টা করবে।’
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমীন বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একমত। শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছি।’ তবে মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে রবিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যদি প্রাক-বাজেটে অর্থ বরাদ্দ না দেওয়া হয়, তাহলে আমরা আবার রাজপথে নামবো।’
জাতীয়করণের দাবিতে গত ১০ নভেম্বর প্রেসক্লাবে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।
এইচজে