শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট

নেতানিয়াহুর উপিস্থিতিতেই সিদ্দিকুল্লাহ বললেন, ইসরাইল মুসলিমদের ‘চিরশত্রু'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলকে মুসলিমদের ‘চিরশত্রু’ বলে অভিহিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান ও রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আরব দেশসমূহ ও ইসরাইলের সঙ্গে সখ্যতায় ভারতের কেন্দ্রীয় সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে।

গত রোববার থেকে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৬ দিনের ভারত সফর করছেন। তার ভারত সফরের বিরোধিতা করেছে বিভিন্ন মুসলিম সংগঠন।

পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী  রোববার রেডিও তেহরানকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ইসরাইলের রাষ্ট্রপ্রধান (প্রধানমন্ত্রী) ভারত সফরে এসে দাপাদাপি করুক আমরা তা চাই না। কেন্দ্রীয় সরকার কীভাবে জানি না ভারতের মতো ঐতিহ্যসম্পন্ন দেশ ওদের কাছে হাঁটু গেঁড়ে আত্মসমর্পণ করার পথ ধরেছে। এটা মেনে নেয়া যায় না।’

তিনি বলেন, ‘যে অত্যাচার ইসরাইল করেছে, (বাইতুল মুকাদ্দাসকে রাজধানী ইস্যুতে) ১২৮ ভোটে ট্রাম্প পরাজিত, দুনিয়ার মানুষ তাকে (ইসরাইলকে) তিরস্কার করেছে; ভারত সরকারের তা ভাবা উচিত। কেন্দ্রীয় সরকার দ্বিমুখী নীতিতে খেলতে চাচ্ছে।

আরবরাও সন্তুষ্ট থাকবে, ইসরাইলও সন্তুষ্ট থাকবে এমন নীতি নিয়েছে। জওহরলাল নেহেরুজীর (ভারতের সাবেক প্রধানমন্ত্রী) আমল থেকে প্রাচীন যে ঐতিহ্য তা ভারত রক্ষা করতে চায় কী না তা সরকারকে স্পষ্ট করে জানানো উচিত।’

নেতানিয়াহুর ভারত সফর প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা খুশি নই। আমাদের সাফ কথা- আমরা ইসরাইলকে বিশ্বাস করি না, মুসলিমদের চিরশত্রু ইসরাইল।’

তিনি বলেন, ‘ইসরাইল এই মুহূর্তে পৃথিবীর মানুষের শান্তি কেড়ে নিয়েছে। তারা জাতিসংঘের মতো বৃহৎ প্রতিষ্ঠানকে বুড়ো আঙুল দেখিয়ে জোর-জুলুম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওই অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। মুসলিম জাহানের শত্রু হল ইসরাইল। সেদেশের রাষ্ট্রপ্রধান (প্রধানমন্ত্রী) আসছে ভারতে কিন্তু কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে তারা কী চায়।

তারা আরব জাহানের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, না ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব চায়? তারা সাপের মুখে চুমু খাবে এবং ব্যাঙের মুখেও চুমু খাবে, তা হয় না। তাছাড়া জাতিসংঘে ট্রাম্পকে যেভাবে পরাজিত হতে হয়েছে, ইসরাইলের মুখ পুড়েছে। সেই মুখপোড়া ইসরাইলের রাষ্ট্রপ্রধান আসছে এটা লজ্জা! দুঃখের ও বেদনার!’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা কোনোভাবেই ইসরাইলকে বিশ্বাস করি না। আমি মনে করি ইসরাইল মুসলিমদের জাতশত্রু! শত্রুকে শত্রু ভাবা ভালো, বন্ধু ভাবা ঠিক নয়। ভারতের মতো বৃহৎ দেশ, ১৩০ কোটি প্রায় জনসংখ্যা অধ্যুষিত দেশ ভারত কিন্তু ইসরাইলের মতো ছোট একটা দেশের সঙ্গে হাঁটু গেঁড়ে বন্ধুত্ব করছে। এতে ভারতের পরম্পরা কতটুকু রক্ষা হবে, না হবে তা ভবিষ্যৎই বলবে। অতীতে জওহরলাল নেহরু যে অবস্থান নিয়েছিলেন, ভারত সেই অবস্থানে দাঁড়িয়ে থাকুক, এটাই আমরা চাই।’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘ওরা কত মানুষকে হত্যা করেছে, কত শিশুকে হত্যা করেছে, কত নারীর সতীত্ব নষ্ট করেছে, বিনা দোষে কত মানুষকে কারাগারে নিক্ষেপ করেছে। বায়তুল মুকাদ্দাস মুসলিমদের, সেখানেও নামাজ পড়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সময় হলে খোলে নয়তো খোলে না।’

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ইসরাইল সফরের সময় বায়তুল মুকাদ্দাসে জেরুজালেমে যেতে চেয়েছিলেন। কিন্তু তাকেও ইসরাইল বিশ্বাস করেনি, তাকে সেখানে যেতে দেয়নি! ওরা অহংকার ও অত্যাচারিতায় পরিপূর্ণ। এরকম অভিশপ্ত দেশ এলে আমাদের ক্ষতি হবে!’

দীর্ঘ ১৪ বছর পরে ইহুদিবাদী ইসরাইলের কোনো প্রধানমন্ত্রী ভারত সফরে আসছেন। নেতানিয়াহুর সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে নয়া সমীকরণ সৃষ্টি হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তার সফরের সময় উভয় দেশের মধ্যে, প্রতিরক্ষা, কৃষি, পানি সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

নেতানিয়াহুর ভারত সফরের বিরোধিতা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ, স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন প্রমুখ সংগঠন।

গত শুক্রবার জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরোধিতা করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিন ভারতের বন্ধু এবং ভারতকে এ ব্যাপারে পররাষ্ট্রনীতি পরিবর্তন করা উচিত নয়। জমিয়তের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইসারাইলি প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে বলেও মাওলানা মাহমুদ মাদানী জানান।

এদিকে গণমাধ্যমে প্রকাশ, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ওমর খালিদ নেতানিয়াহুর ভারত সফরের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন।গতকাল (সোমবার) এ ব্যাপারে তিনি ইসরাইলি দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ‘নট টু নেতানিয়াহু’ নামে এক পোস্টারও শেয়ার করেছেন।

পার্স টুডে

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ