আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
ফিলিস্তিনের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী ইউসুফ আদিস বলেছেন, ইসরাইল ২০১৭ সালে মসজিদ ও চার্চে ১ হাজার বারেরও বেশি সহিংসতা সৃষ্টি করেছে।
রামাল্লার সরকারি ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য দেন।
শুধু আল আকসা মসজিদে মাসে ৪০ বারের বেশি হামলা হয়েছে।
পূর্ব জেরুসালেম ও ওয়েস্ট ব্যাংকে অবস্থিত মসজিদে গড়ে ১২ বার এবং সিমেস্ট্রিতে ১৫ বার হামলা করা হয়েছে।
২০১৭ সালে হেবরনে অবস্থিত ইবরাহিমি মসজিদে আজান দিতে ৬৪৫ বার বাধা দিয়েছে।
ঐতিহাসিক এ মসজিদে মুসলিম প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং ইহুদি প্রবেশ অনুমোদন করা হয়। আইন অমান্য করে এখানে ক্যামেরা সেট করা হয়।
উত্তর ইসরাইলের নাসরিয়ায় অবস্থিত ক্যাথলিক চার্চেও এ বছর একাধিকবার হামলা হয়। খ্রিস্ট ধর্মের তীর্থ ওয়েস্টার্ন ওয়ালও আক্রান্ত হয়।
সূত্র : ডেইলি সাবাহ