শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

শিশুদের হিজাব-রোজার ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ স্কুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাষ্ট্রীয় তহবিলে চলা একটি ব্রিটিশ স্কুল রমজানের সময় শিশুদের হিজাব ও রোজা রাখার ওপর সরকারকে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ।

২০১৬ সালে প্রথমবারের মতো পূর্ব লন্ডনের নেউহামের একটি স্কুল  আট বছরের কম বয়সী মেয়ে শিশুদের ওপর হিজাব নিষিদ্ধ করে। তারা ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ১১ বছরের কম বয়সী মেয়ে শিশুদের জন্য হিজাব নিষিদ্ধ করতে চায়।

রমজান মাসের রোজা রাখার বিষয়েও কঠোর নিয়ম আরোপ করেছিল স্কুলটি। বিশেষ করে গ্রীষ্মের সময় ১৮ ঘণ্টা ধরে রোজা রাখাটা শিশুদের জন্য  কষ্টকর দাবি করে এই পদক্ষেপ নেয় তারা।

সেন্ট স্টিফেন স্কুলের প্রিন্সিপাল নিনা লালও ভারতীয় বংশোদ্ভূত। স্কুলের অধিকাংশ ছাত্র-ছাত্রীই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক।

রমজান মাসে শিশুদের হিজাব পরা বা রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আনা হলে তা অনেক অভিভাবকই ভালোভাবে নেবেন না। তাই নিনা চান এ বিষয়ে সরকারই কোনো পদক্ষেপ গ্রহণ করুক।

সানডে টাইমকে দেয়া এক সাক্ষাতকারে সেন্ট স্টিফেন স্কুলের গভর্নর চেয়ারম্যান আরিফ কায়ি বলেন, যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। রোজার সময় কতক্ষণ স্থায়ী হবে সে বিষয়ে সব স্কুলকেই জানাতে হবে। একইভাবে হিজাবের ক্ষেত্রেও তাই। এটা আমাদের সিদ্ধান্ত না। এটা শিক্ষক বা গভর্নরদের জন্য উচিত নয়। তাহলে কেন আমরা এর দায়ভার নেব?

তিনি জানিয়েছেন, কয়েকজন অভিভাবক ছাড়া বাকিরা সবাই স্কুলের সিদ্ধান্তে খুশি হয়েছেন। আমরাতো শিশুদের একেবারেই রোজা না রাখতে বলিনি। বরং আমরা তাদের ছুটির দিনে রোজা রাখার পরামর্শ দিয়েছি। কারণ তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার দায়িত্ব আমাদেরই।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ