শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রোহিঙ্গাদের জন্য অস্থায়ী শিবির বানাচ্ছে মিয়ানমার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার’ এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য অস্থায়ী শিবির নির্মাণ করছে সু চি সরকার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পর সেসব অস্থায়ী শিবিরে রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসের শেষ দিকে প্রায় ১শ’টি ভবনের নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ করা এসব ভবনগুলোয় ৩০ হাজার রোহিঙ্গার ঠাঁই হবে।

সোমবার মিয়ানমারের নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠকে বসেছেন। এমন দিনেই গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার খবরটি প্রকাশ করলো। গত ২৩ নভেম্বর স্বাক্ষরিত প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের পর যৌথ ওয়ার্কিং গ্রুপের এটাই প্রথম বৈঠক।

প্রতিবেদনে বলা হয়, উত্তর রাখাইনের হ্লা পো খাউং এলাকায় রোহিঙ্গাদের জন্য এই অস্থায়ী শিবির গড়ে তোলা হচ্ছে। মিয়ানমার সরকার প্রত্যাবাসনের জন্য তাদের গ্রহণ করার পর অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হিসেবে সেগুলোকে ব্যবহার করা হবে।

মিয়ানমারের মানবিক সহায়তা, পুনর্বাসন এবং উন্নয়ন বিভাগের প্রধান সমন্বয়ক অং টুন থেট জানান, ফিরে আসা রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ের পর অস্থায়ী শিবিরে পাঠানো হবে। এরপর তারা নিজ ভূমিতে ফিরতে পারবেন।

 

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ